রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার যুবক গ্রেপ্তার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তামিম ইকবাল নামে (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ। রোববার (৩০ জুন) ভুলতা গাউছিয়া এলাকার এসআরবি ব্রিক ফিল্ডের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুন্না নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানায় শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। জানা যায়, শিশু তামিম ইকবাল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা রামনগর এলাকার তায়েব আলির ছেলে। 

তায়েব আলী তার ৯ বছরের ছেলে তামিম ইকবাল ও স্ত্রী নাসিমা বেগমকে সঙ্গে নিয়ে দুই মাস যাবত সাওঘাট এলাকায় আলেক মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। তায়েব আলী পেশায় একজন রিকশাচালক।

এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

টিএইচ